জামেয়া হুসাইনিয়া মদীনাতুল উলূম গাভুরটেকি’র সংক্ষিপ্ত পরিচিতি

সূচনাঃ

প্রিন্সিপাল আল্লামা শাহ আলম (দাঃ বাঃ) কর্তৃক “হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা” নামে আন্তর্জাতিক মানের হিফজখানা প্রতিষ্ঠা করার লক্ষে শতাধিক শায়খুল হাদীস, মুহাদ্দিস ও উলামায়ে কেরামের উপস্থিতে যুগশ্রেষ্ঠ শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী (রঃ) এর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বর্তমান জামেয়ার শুভ যাত্র সূচনা হয়। আল্লাহর ফজলে উলামায়ে কেরামের দুয়ার বরকতে মাদ্রাসাটি আন্তর্জাতিক হিফজখানার সাথে সাথে আন্তর্জাতিক দ্বীনি বিদ্যাপিঠে পরিণত হয়ে যায়। যার ফলস্বরূপ মাদ্রাসর নাম পরিবর্তন করে ‘জামেয়া হুসাইনিয়া মদীনাতুল উলূম গাভুরটেকি’ রাখা হয়।

প্রতিষ্ঠা ও ভিত্তি স্থাপন

২ মার্চ ২০০৮ ইংরেজি ভিত্তি স্থাপন হয় জামেয়ার। জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা  শাহ আলম সাহেবের  আহবানে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ও দু’আ মাহফিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তৎকালীন বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ-র চেয়ারম্যান আল্লামা আহমদ শফি রহ. । বিশেষ অতিথি হিসেবে  উপস্থিতি ছিলেন কুতবে বাঙ্গাল শায়খে কাতিয়া রহ., শায়খে গাজিনগরী রহ. শায়খে ইমাম বাড়ী, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহ. সুনামগঞ্জের মাওলানা নুরুল ইসলাম খান সাহেব, আল্লামা ইসহাক রহ. সহ শায়খুল হাদীসের বিশাল এক জামাত। বাংলার উজ্জ্বল নক্ষত্র আল্লামা আহমদ শফি রহ. সাহেবের নেতৃত্বে ক্ষণজন্মা এসকল উলামাদের হাতেই ভিত্তি স্থাপন হয় আমাদের এ প্রিয় জামেয়ার। ভিত্তি স্থাপন পূর্বক অনুষ্ঠানে বক্তৃতা দান কালে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেছিলেন ‘আমার জীবনে এত শায়খুল হাদীসকে এক মঞ্চে কোথাও দেখিনি’। ভিত্তি স্থাপন শেষে অশ্রুসিক্ত নয়নে জামেয়ার উন্নতির জন্যে খোদার দরবারে আহমদ শফি রহ.-র প্রার্থনা ও অসংখ্য উলামায়ে কেরামের আমীন আমীন জামেয়াকে আজ  সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছে। যার কল্যাণেই অল্পদিনের জামেয়া সিলেট বিভাগে অন্যতম হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে।

লক্ষ্যঃ মুসলমানের প্রতিটি সন্তানকে দ্বীনি শিক্ষায় পারদর্শি করে যোগের চাহিদা অনুযায়ী একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলা ।

উদ্দেশ্যঃ আল্লাহ ও তার রাসূল স. এর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ করা, প্রতিষ্ঠাতা  প্রিন্সিপালঃ মাওলানা শাহ আলম সাহেবের লক্ষ উদ্দেশ্য ।

শিক্ষাস্তরঃ (ক) নূরানী বিভাগঃ শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত (খ) কিতাব বিভাগ ইবতেদাইয়্যাহ ৪র্থ শ্রেণি হতে সানাবিয়্যা উলয়া পর্যন্ত (গ) হিফজ্ বিভাগ ও (ঘ) কম্পিউটার বিভাগ ৷

শিক্ষক সংখ্যাঃ ১৬ জন । শিক্ষার্থীঃ প্রতি বছর গড় অনুপাতে ৩০০জন।

ফ্রী বোডিং এ ছাত্রঃ প্রতি বছর গড় অনুপাতে ১৭০ জন।

ছাত্র সংসদঃ আল-হুসাইন ছাত্র সংসদ

মাদ্রাসার ব্যাংক একাউন্ট: Jamia Gavurteki, Ac No: 1905 1210000-9714

Shahjalal Islami Bank, Goalabazar Branch Sylhet.

মতাদর্শঃ আহলুস সুন্নত ওয়াল জামায়াতের চিন্তা, চেতনা, আকীদা, নীতি ও আদর্শের প্রতিফলন ঘটানো এ প্রতিষ্ঠানের মসলক ও আদর্শ ।

বোর্ডঃ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

সিলেবাসঃ কোরআন- হাদীসকে প্রাধান্য দিয়ে দরসে নেজামীর গুরুত্বপূর্ণ কিতাব বহাল রেখে যোগের চাহিদা অনুযায়ী বাংলা, আরবী, ও ইংরেজিকে সার্বাধিক হারে গুরুত্ব দিয়ে ১১বছরে তাকমীল ফিল হাদীস সমাপ্ত করার এক যোগান্তকারী সিলেবাস ।

বিবিধঃ দাওয়াত ও তাবলীগ, ফতোয়া-মাসাইল ও প্রচার ও প্রকাশনা বিভাগ ৷